বিএনপির কথামতো দেশে কোনো নির্বাচন হবে না; এ কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার (২০ জুন) বিকালে রাজধানীর স্বামীবাগে রথযাত্রা উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। আরও বলেন, দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বিএনপি চায় আওয়ামী লীগ ভোটে হেরে গিয়ে নির্বাচন সুষ্ঠু হয়েছে, তা প্রমাণ করুক। কিন্তু বিএনপির এমন চাওয়া পূরণ হবে না।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ভিসা নীতি বা কোনো নিষেধাজ্ঞার কথা চিন্তা করে নির্বাচনে অংশগ্রহণ করবে না। সবাই যাতে সুন্দর পরিবেশে ভোট দিতে পারে, সেই লক্ষ্যেই কাজ করছে সরকার। প্রতিবেশী রাষ্ট্র ভারত এসে সরকারকে ক্ষমতায় বসিয়ে দেবে না বলেও জানান ওবায়দুল কাদের।
নির্বাচন নিয়ে ভারতের সাথে কোনো আলোচনা হয়নি বলেও এ সময় উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
/এমএন
Leave a reply