বিশ্বে শরণার্থীর সংখ্যা ছাড়ালো সাড়ে ৩ কোটি

|

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

২০২২ সালে বিশ্বে শরণার্থীর সংখ্যা সাড়ে তিন কোটি ছাড়িয়েছে। গত বছরের তুলনায় এ বছর এ সংখ্যা বেড়েছে প্রায় ৮০ লাখ।

বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে দেয়া বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘ। এরমধ্যে অর্ধেকের বেশি শরণার্থীই এসেছে সিরিয়া, ইউক্রেন এবং আফগানিস্তান এই তিন দেশ থেকে।

ইউএনএইচসিআর এর হিসেব অনুযায়ী, বর্তমানে সিরিয়ান শরণার্থীর সংখ্যা প্রায় ৬৫ লাখ। অন্যদিকে, চলমান রুশ আগ্রাসনের কারণে ইউক্রেন ছেড়েছেন প্রায় ৫৭ লাখ মানুষ। এছাড়াও ফিলিস্তিনের প্রায় ৬০ লাখ মানুষ যাপন করছেন শরণার্থীর জীবন। শরণার্থীর সংখ্যা ভবিষ্যতে আরও বাড়বে বলে আশঙ্কা জানিয়েছে জাতিসংঘ।

প্রসঙ্গত, বিশ্বে শরণার্থীর পাশাপাশি বেড়েছে অভ্যন্তরীণ বাস্তচ্যুত মানুষের সংখ্যা। ইউএনএইচসিআর এর হিসেব অনুযায়ী, বিশ্বজুড়ে বাস্তচ্যুত মানুষের সংখ্যা প্রায় ১০ কোটি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply