কোস্টগার্ডের বহরে যুক্ত হচ্ছে আরও নতুন ৫টি জাহাজ। তাতে বাহিনীটির অপরেশনাল সক্ষমতা যেমন বাড়বে। তেমনি আরো নিরাপদ হবে দেশের সমুদ্রসীমা।
বুধবার (২১ জুন) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী চট্রগ্রামের পতেঙ্গায় কোষ্টগার্ড জেটিতে এই জাহাজগুলো উদ্বোধন করবেন। কোষ্টগার্ডের বহরে নতুন যোগ হতে যাওয়া এই ৫টি জাহাজের দুইটি ইনসোর পেট্রোল ভেসেল, দুইটি টাগ বোট এবং একটি ফ্লোটিং ক্রেন।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
বাংলাদেশে নির্মিত এসব জাহাজের নাম রাখা হয়েছে বিসিজিএস জয় বাংলা, অপূর্ব বাংলা, প্রত্যয়, প্রমত্ত ও শক্তি।
নৌবাহিনীর তত্ত্বাবধানে নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এবং খুলনা শিপইয়ার্ডে আধুনিক এই ৫টি নৌযান নির্মিত হয়েছে।
বাংলাদেশের জলসীমা নিরাপদ রাখতে কোষ্টগার্ডের নিরলস প্রচেষ্টায় নতুন এই সংযোজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
/এমএন
Leave a reply