খুলনায় চাঞ্চল্যকর শিশু ধর্ষণ, হত্যা ও লাশ গুমের মামলায় আসামির যাবজ্জীবন, পরিবারের অসন্তোষ

|

আসামি প্রীতম রুদ্র।

খুলনা ব্যুরো:

খুলনায় স্কুলছাত্রী অঙ্কিতা দে (ছোঁয়া) কে প্রথমে মাথায় আঘাত করে অজ্ঞান, পরবর্তীতে তাকে ধর্ষণ ও লাইলনের দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গুম করার মামলার একমাত্র আসামি প্রীতম রুদ্রকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার পরপরই আদালতে কান্নায় ভেঙে পড়েন নিহতের হতাশাগ্রস্থ পরিবার। তাদের দাবি, যথেষ্ট আলামত ও সাক্ষীদের প্রমাণ ভিত্তিক সাক্ষ্য দেয়ার পরও তারা ন্যায় বিচার পাননি।

বুধবার (২১ জুন) সকালে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এর আগে, ২০২১ সালের ২২ জানুয়ারি দুপুরে খুলনার দৌলতপুরের বনিকপাড়ায় কম্বল দেয়ার কথা বলে তৃতীয় শ্রেণীর ছাত্রী অঙ্কিতাকে বাড়ির ছাদে নিয়ে গিয়ে অজ্ঞান করে ধর্ষণ ও পরে শ্বাসরোধে হত্যা করে প্রীতম রুদ্র। পরে বস্তাবন্দী লাশ গুম করে রাখে সে। এ ঘটনার সাত দিন পর ওই বাড়ির একটি বাথরুম থেকে অঙ্কিতার অর্ধগলিত লাশ উদ্ধার করে এলাকাবাসী। 

এ ঘটনায় প্রীতম রুদ্রকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহত অঙ্কিতার বাবা। গ্রেফতারের পর প্রীতম হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেয়।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply