‘জনগণ বুঝতে পেরেছে শেখ হাসিনা ছাড়া কেউ ‘স্মার্ট দেশ’ বানাতে পারবে না’

|

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

সাভার প্রতিনিধি:

জনগণ বুঝতে পেরেছে শেখ হাসিনা ছাড়া এ দেশকে কেউ ‘স্মার্ট বাংলাদেশ’ বানাতে পারবে না। তাই তারা সবসময় আওয়ামী লীগের পক্ষেই রায় দেবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

বুধবার (২১ জুন) বিকেলে জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার উন্নয়নে বিশ্বাসী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টানেল নির্মাণসহ ১৭টি প্রজেক্টে ৩১ হাজার কোটি টাকা পাশ করিয়েছেন। যা পশ্চিমা উন্নত বিশ্বের যে কোনো অবকাঠামো থেকে সুন্দর হবে।

পরে মোকলেছুর রহমান কাজলকে আহ্বায়ক ও সানাউল্লাহ ভূঁইয়া সানিকে সদস্য সচিব হিসেবে পরিচয় করিয়ে দেন তিনি।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply