দুইদিন পরও আটলান্টিকে নিখোঁজ ডুবোযান টাইটান’র সন্ধান না মেলায় ক্ষীণ হচ্ছে ৫ ধনকুবের আরোহীকে উদ্ধারের সম্ভাবনা। এতে চরম উৎকণ্ঠায় আছেন তাদের পরিবার ও স্বজনরা। খবর রয়টার্সের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করছে অনেকে। সময়ের সাথে সাথে কমে আসছে আরোহীদের বেঁচে থাকার সম্ভাবনা। টাইটানিকের ধ্বংসস্তূপ দেখতে গিয়ে নিখোঁজ ডুবোযানটিতে থাকা আরোহীদের মধ্যে আছেন ব্রিটিশ ধনকুবের হামিশ হারডিং, পাকিস্তানি ব্যবসায়ী শাহাজাদা দাউদ ও তার ছেলে সুলেমান এবং ওশানগেট’র প্রধান নির্বাহী স্টকটোন রুশ। অপরজন ফরাসি নাবিক পল হেনরি।
১৯১২ সালে ২ হাজার ২শ’ যাত্রী নিয়ে আটলান্টিকে ডুবেছিল তৎকালীন সবচেয়ে বড় জাহাজ টাইটানিক। মৃত্যু হয়েছিল ১৫০০ আরোহীর। ১৯৮৫ সালে আবিষ্কার হয় জাহাজটির ধ্বংসাবশেষ। এরপর থেকেই গবেষক ও কৌতূহলী অভিযাত্রীদের আগ্রহের কেন্দ্র টাইটানিকের ভগ্নস্তূপ।
এটিএম/
Leave a reply