ভারতে কারখানা খুলতে যাচ্ছে ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা

|

শিগগিরই ভারতে কারখানা খুলতে যাচ্ছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠকের পর এ তথ্য জানান প্রতিষ্ঠানটির সিইও ইলন মাস্ক। খবর বিবিসির।

মঙ্গলবার (২০ জুন) নিউইয়র্কে সাক্ষাৎ হয় দু’জনের। এ সময় নিজেকে ‘মোদির বিশেষ ভক্ত’ বলেও উল্লেখ করেন মাস্ক।

ইলন মাস্ক বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দারুণ এক বৈঠক হয়েছে। তাকে আমি খুব পছন্দ করি। কয়েক বছর আগে আমাদের কারখানা পরিদর্শন করেছিলেন। তখন থেকেই একের অপরকে চিনি। ভারতের ভবিষ্যৎ নিয়ে আমি খুবই আশাবাদী। বিশ্বের যেকোনো বড় দেশের চেয়ে ভারতের সম্ভাবনা বেশি।

আরও জানান, সঠিক সময়ের অপেক্ষায় আছেন তিনি। ভারতকে বিশেষ সম্ভাবনাময় দেশ হিসেবেও আখ্যা দেন। তিনি জানান, দেশটিতে বিনিয়োগে টেসলা ও টুইটার প্রধানের প্রতি আহ্বান জানিয়েছেন মোদি।

গত বছরই ভারতে গাড়ি তৈরির কারখানার বিষয়টি নিয়ে পরিকল্পনা শুরু করে টেসলা। গেলো মাসে নয়াদিল্লি সফরে যান প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের একটি দল। আলোচনা করেন মন্ত্রী ও আমলাদের সাথে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply