রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় হারুনুর রশীদ নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার রাতে পায়ের অপারেশনের পর তার মৃত্যু হয়। শ্যামলীর টেক কেয়ার হাসপাতাল চিকিৎসকের গাফিলতিতেই হারুনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।
হারুনুর রশিদের বাড়ি বরগুনা জেলায়। তিনি আঘাতপ্রাপ্ত পায়ের চিকিৎসার জন্য ১৭ জুন ভর্তি হয়েছিলেন জাতীয় অর্থোপেডিক ইন্সটিটিউটে। সেখান থেকে মঙ্গলবার ভর্তি করা হয় টেক কেয়ার হাসপাতালে। বুধবার বিকেল পাঁচটা থেকে প্রায় চার ঘণ্টা অপারেশন চলে তার। এরপরই মারা যান হারুনুর রশিদ।
স্বজনদের অভিযোগ, নিটোরের অধ্যাপক বজলুর রশিদের তত্ত্বাবধানে ছিলেন হারুন। পরে তিনিই অপারেশনের জন্য টেক কেয়ার হাসপাতালে ভর্তি করতে বলেন।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
ঘটনার পর থেকে অভিযুক্ত চিকিৎসককে হাসপাতালে পাওয়া যায়নি। পরে অপারেশনের সময় উপস্থিত এনস্থেশিয়া চিকিৎসক জানান, ডা. বজলুর রশিদ টেক কেয়ার হাসপাতালের নিয়মিত চিকিৎসক নন। আর অপারেশনের পরও রোগী সুস্থ ছিল বলে দাবি তার।
জাতীয় অর্থোপেডিক হাসপাতালের কনসালটেন্ট ডা. লিজা বলেন, উনার ব্লিডিং বেশি হচ্ছিল। রোগীর বয়সও বেশি ছিল। ওনাকে ব্লাড দেয়া হয়েছিল আরও ব্লাড দরকার ছিল। রোগীর স্বজনদের জানালে তারা বলে তাদের ব্লাড রেডি নেই। রেড ক্রিসেন্ট থেকে আনতে হবে।
এদিকে, এ ঘটনায় উত্তেজনা দেখা দিলে হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়।
ইউএইচ/
Leave a reply