যুক্তরাষ্ট্রের উইসকনসিনে একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। বুধবার (২১ জুন) বিমানটি আছড়ে পড়ে একটি আবাসিক এলাকায়। খবর রয়টার্সের।
কর্তৃপক্ষ জানায়, ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে আবাসিক এলাকার রাস্তার ওপর পড়ে। সেখানে কয়েকটি গাড়ি পার্ক করা ছিল। এতে একটি ভ্যান ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো ভবনের ক্ষয়ক্ষতি হয়নি।
তারা আরও জানায়, এ ঘটনায় হতাহতের বড় কোনো সংবাদ নেই। পাইলটসহ দুই আরোহী সামান্য আহত হলেও তা খুব গুরুতর নয়।
বিমান বিধ্বস্তের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত হাজির হয় জরুরি বিভাগের সদস্য ও বিশেষজ্ঞ টিম। তারা পরীক্ষা-নিরীক্ষা করেন দুর্ঘটনার শিকার বিমাটির। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক ত্রুটির লক্ষণ পাওয়া গেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
এএআর/
Leave a reply