রেফারিকে গালি দেয়ায় ৪ ম্যাচ নিষিদ্ধ হোসে মরিনিও

|

রেফারিকে গালি দেয়ায় এস রোমা কোচ হোসে মরিনিওকে ৪ ম্যাচ নিষিদ্ধ করেছে উয়েফা। সেই সাথে জরিমানা করা হয়েছে ক্লাবটিকে।

গত মাসের ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি হয় রোমা ও সেভিয়া। ম্যাচের দ্বিতীয়ার্ধে সেভিয়ার পেনাল্টি বক্সে এক ডিফেন্ডারের হাতে বল লাগলেও রেফারি পেনাল্টি দেননি। এই ঘটনায় মাঠেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান রোমা কোচ হোসে মরিনিও। ইংলিশ রেফারি অ্যান্থনি টেইলর হলুদ কার্ড দেখান স্পেশাল ওয়ানকে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

ম্যাচ শেষে স্টেডিয়ামের পার্কিং লটে টেইলরকে নিয়ে কটু মন্তব্য করেন মরিনিও। ঘটনার পর রোমা সমর্থকেরা বিমানবন্দরে টেইলর ও তার পরিবারকে আক্রমণ করেন। টেইলরের সঙ্গে এমন আচরণের চার ম্যাচ নিষিদ্ধ হলেন মরিনিও।

এদিকে, সমর্থকদের আচরণের কারণে ইউরোপা লিগের আগামী মৌসুমের প্রথম অ্যাওয়ে ম্যাচে রোমার কোনো সমর্থক থাকতে পারবে না মাঠে। সেই সাথে ৫৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে রোমাকে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply