আসামে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত হতে পারেন ১২ লক্ষাধিক মানুষ, ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি

|

ছবি: রয়টার্স থেকে সংগৃহীত

ভারতের আসামে চলমান বন্যায় ১২ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে জানিয়েছেন জাতীয় আবহাওয়া অধিদফতর। একইসাথে রাজ্য ও আশপাশের এলাকায় সতর্কতামূলক ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে। খবর রয়টার্সের।

এছাড়া, শনিবার (২৪ জুন) পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলীয় ভারতে বজ্রপাতসহ ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বৃহস্পতিবার (২২ জুন) বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলেও পূর্বাভাস রয়েছে। চলমান দুর্যোগে আসামের ১৯টি জেলা প্লাবিত হয়েছে।

তবে দুর্ভোগে ১০ জেলার কমপক্ষে এক লাখ ২০ হাজারের মতো অধিবাসী। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যটির নলবাড়ি এলাকা, সেখানে জলাবদ্ধ ৪৫ হাজার বাসিন্দা। এরপরই রয়েছে বাকসা ও লাখিমপুর। এ দুই জেলায় অর্ধ লক্ষের বেশি মানুষ পানিতে আটকা পড়েছেন। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারি উদ্যোগে খোলা হয়েছে ৩১টি অস্থায়ী আশ্রয় শিবির।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply