মহাসড়কে গরুর হাট বসতে দেয়া হবে না: ডিএমপি কমিশনার

|

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। ছবি: সংগৃহীত

মহাসড়কে গরুর হাট বসতে দেয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিমএমপির হেডকোয়ার্টারে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, কোনোভাবেই যাতে মহাসড়কে গরুর হাট বসতে না পারে, সেজন্য কড়াভাবে নির্দেশ দেয়া হয়েছে৷ ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তি এড়াতে জাল টাকা শনাক্তকরণে প্রতিটি হাটে মেশিন থাকবে এবং হাটের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে৷

তিনি বলেন, ঈদের সময় ফাঁকা রাজধানীতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে৷ এ সময় যারা ছুটিতে ঢাকার বাইরে যাবেন; তাদের মূল্যবান জিনিসপত্র সাথে নিয়ে যাওয়া অথবা নিরাপদ স্থানে রেখে যাওয়ার আহ্বান তিনি।

পশুর হাটে ইজারাদাররা গরু নিয়ে টানাটানি করতে পারবেন না জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, কেউ এমন কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে৷ এ সময় ঈদের আগেই পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে কারখানা মালিকদের প্রতি আহ্বান জানান এ পুলিশ কর্মকর্তা।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply