আগের মতো দেশে এখন হাহাকার নেই: পরিকল্পনামন্ত্রী

|

ত্রিশ-চল্লিশ বছর আগে দেশে যে হাহাকার ছিল এখন তা নেই। শ্রমজীবী মানুষ ঘর থেকে বের হলেই দৈনিক ৪শ’ থেকে ৫শ’ টাকা আয় করতে পারছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বৃহস্পতিবার (২২ জুন) সকালে রাজধানীতে ক্ষুদ্র বীমা বিষয়ক অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন তিনি। বললেন, কৃষি উৎপাদন বাড়ার ইতিবাচক প্রভাব পড়েছে মাথা পিছু আয়ে। কৃষকদের জীবন মান উন্নয়নে সরকারি ও বেসরকারি সংস্থাকে এগিয়ে আসা প্রয়োজন। নারীরও ক্ষমতায়ন বেড়েছে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এম এ মান্নান বলেন, যদিও কিছুদিন আগে বিদ্যুৎ সংকট হয়েছিল, তবে এখন তা নেই। সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড বলেন, কাজের সুযোগ তৈরি করতে হলে এসএমইকে গুরুত্ব দেয়া প্রয়োজন। এলডিসি থেকে উত্তরণ কার্যক্রমে বাংলাদেশের পাশে থাকবে সুইজারল্যান্ড।

/এমএন





সম্পর্কিত আরও পড়ুন






Leave a reply