মারিয়া হোসেন:
আরেকটি বসন্ত পার করলেন জনপ্রিয় দক্ষিণী থালাপতি বিজয়। বয়সের হাফ সেঞ্চুরি থেকে তিনি রয়েছেন আর মাত্র এক বছরের দূরত্বে। বিজয়ের ৪৯তম জন্মদিনে মুক্তি পেলো তার অভিনীত ও লোকেশ কানাগরাজ পরিচালিত নতুন সিনেমা ‘লিও’র ফার্স্ট লুক পোস্টার। যেখানে বিজয়কে দেখা গেলো একেবারে দুর্দান্ত অ্যাকশন মুডে।
তামিল সিনেমার অন্যতম সফল নায়ক বিজয়। তার সিনেমা মানেই যেন বক্স অফিসে ঝড়। বিজয়ের আসন্ন সিনেমা ‘লিও’ নিয়ে ভক্তদের তাই আগ্রহের কমতি নেই। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘লিও’র ফার্স্ট লুক পোস্টার। যেখানে রক্তাক্ত হাতুড়ি হাতে দেখা গেছে বিজয়কে। আর, তার পাশে দেখা যাচ্ছে হিংস্র এক হায়েনাকে। মধ্যরাতে প্রকাশিত এ ফার্স্ট লুক রীতিমত চমকে দিয়েছে ভক্তদের। বিজয়ের জন্মদিনে ‘লিও’ সিনেমার গান মুক্তি পাবে সেটা প্রায় সবাই জানতো। তবে সিনেমার প্রথম পোস্টারও যে ওইদিনই আসবে, তা জানতো না কেউই।
সিনেমার পোস্টার দেখে নানা ধরনের বিশ্লেষণ করতে শুরু করেছে বিজয়ভক্তরা। আগে প্রকাশিত টিজারের সূত্র ধরে কেউ কেউ বলছেন, এ সিনেমায় বিজয় একজন চকলেট ব্যবসায়ী। কিন্তু তার ‘গোপন’ অতীত আছে। এখন চকলেট নিয়ে ব্যস্ত থাকলেও আগে সে ছিল কুখ্যাত গ্যাংস্টার। তবে নিরুত্তাপ জীবন বেশিদিন কাটাতে পারেন না বিজয়, দ্রুতই হাজির হতে হয় পুরোনো পরিচয়ে।
জানা গেছে, নির্মাতা লোকেশ কানাগরাজের সিনেমাটিক ইউনিভার্স এর অংশ ‘লিও’। অনেকেই মনে করছেন ইউনিভার্সের আগের দুই সিনেমা ‘কাইথি’ ও ‘বিক্রম’-এর অনেক চরিত্রকেই দেখা যাবে এ সিনেমায়। চলতি বছর তামিলনাড়ুর চেন্নাইতে শুরু হয় শুটিং ‘লিও’র। সিনেমাটির একটি বড় অংশের শুটিং হয়েছে কাশ্মীরে। প্রায় ৩০০ কোটি রুপি বাজেটের এ সিনেমায় বিজয় ছাড়া আরও আছেন তৃষ্ণা কৃষ্ণান, সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ ও গৌতম মেনন।
এখনও ‘লিও’র শুটিং চলছে বলে জানা গেছে পরিচালক সূত্রে। ২০২৩ সালের অক্টোবর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা সিনেমাটির। শোনা যাচ্ছে, শুধু ভারতের বিভিন্ন মুখ্য ভাষাতেই নয়, সিনেমাটি জার্মান ও অন্যান্য বিদেশি ভাষায়ও মুক্তি পাবে নেটফ্লিক্সের মাধ্যমে। ‘লিও’ সিনেমার মাধ্যমে দ্বিতীয়বার একসঙ্গে কাজ করবেন থালাপতি বিজয় ও লোকেশ কনগরাজ।
এর আগে, বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছিল লোকেশ কানাগরাজের ‘কাইথি’ ও ‘বিক্রম’। গল্প নির্বাচন থেকে নির্মাণ—সব জায়গায় লোকেশ কুড়িয়েছেন বিপুল প্রশংসা। তাই ‘লিও’ নিয়ে দর্শকের আগ্রহ আকাশচুম্বী। ধারণা করা হচ্ছে, সাফল্যের দিক দিয়ে ‘লিও’ ছাড়িয়ে যেতে পারে লোকেশের আগের সিনেমাগুলোকেও।
/এসএইচ
Leave a reply