রুশ সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার দায়ে ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোঝিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে রুশ নিরাপত্তা বাহিনী এফএসবি। অপরদিকে, নিজের ঘোষণা ও গৃহীত পদক্ষেপকে ‘বিদ্রোহ’ না বরং ‘ন্যায় বিচারের জন্য পদযাত্রা’ বলে দাবি করেছেন প্রিগোঝিন। খবর আলজাজিরার।
এর আগে, শুক্রবার (২৩ জুন) এক টেলিগ্রাম বার্তায় রকেট হামলা চালিয়ে ওয়াগনার যোদ্ধাদের হত্যার দায়ে রুশ সামরিক বাহিনীকে অভিযুক্ত করেন প্রিগোঝিন। তিনি বলেন, আমাদের বহুসংখ্যক যোদ্ধা ও কমরেডকে ওরা হত্যা করেছে। রাশিয়ার সামরিক নেতৃত্বে যারা আছে তারা শয়তানে পরিণত হয়েছে। তারা আমাদের যোদ্ধাদের জীবনকে অবহেলা করছে। ‘ন্যায়বিচার’ শব্দটিই ভুলে গেছে তারা।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
প্রিগোঝিনের দাবি সম্প্রতি শীর্ষ রুশ নেতৃত্বের নির্দেশে রকেট হামলা চালানো হয়েছে ইউক্রেনে যুদ্ধরত ওয়াগনার যোদ্ধাদের ওপর। এ হামলায় দুই হাজার ওয়াগনার যোদ্ধা নিহত হয়েছেন বলেও দাবি তার। যদিও এ দাবির পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি তিনি।
আরও পড়ুন: রাশিয়ায় ওয়াগনার গ্রুপের বিদ্রোহ, মস্কোসহ বিভিন্ন শহরে নিরাপত্তা জোরদার
প্রিগোঝিন আরও বলেন, যে অন্যায় আমাদের সাথে হয়েছে বা হচ্ছে তা অবিলম্বে থামানো উচিত। আমরা অন্যায়ের বিরুদ্ধে যে আওয়াজ তুলেছি; এক্ষেত্রে চাইলে যে কেউই আমাদের সাথে যোগ দিতে পারেন। আমাদের ২৫ হাজার সদস্য আছে। এছাড়াও সেনাবাহিনী ও অন্যান্য জায়গায় আমাদের বন্ধুরা আছে।
এদিকে, প্রিগোঝিনের এমন হুঁশিয়ারিকে মোটেও হালকাভাবে নেয়নি রুশ নেতৃত্ব। ইউক্রেনে রুশ সামরিক অভিযানের ডেপুটি কমান্ডার সার্গেই সুরোভিকিন ওয়াগনার যোদ্ধাদের নির্দেশ দিয়েছেন, ভ্লাদিমির পুতিনের আনুগত্য মেনে নিয়ে নিজ নিজ বেইজে ফিরে যেতে।
এরইমধ্যে বাড়ানো হয়েছে মস্কোসহ রাশিয়ার গুরুত্বপূর্ণ শহরের নিরাপত্তা। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সম্ভাব্য সব সন্ত্রাসবিরোধী পদক্ষেপ নেয়া হয়েছে।
/এসএইচ
Leave a reply