ফিল হিন্দাল শারক্বীয়া’র প্রতিষ্ঠাতা শামিন ও তার স্ত্রীর ১০ দিনের রিমান্ড চেয়েছে সিটিটিসি

|

জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়েছে সিটিটিসি।

শনিবার (২৪ জুন) দুপুরে ডিবির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন সিটিটিসি’র অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান। এক সাথে প্রশিক্ষণসহ নানা জঙ্গি কর্মকাণ্ড পরিচালনার জন্য শামিন মাহফুজের সাথে কুকি-চিনের প্রধান নাথান বোমের সাথে সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয় বলে জানায় পুলিশ।

অতিরিক্ত কমিশনার বলেন, পিএইচডির আড়ালে পাহাড়ে জঙ্গি কার্যক্রম শুরু করে শামিন মাহফুজ। কাশিমপুর কারাগারে বসেই নতুন এ জঙ্গি সংগঠন তৈরির চিন্তা করেছিলেন তিনি। কারাগারেই তার সাথে সাক্ষাৎ হয় অন্যান্য বড় সংগঠনের জঙ্গিদের।

অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা নিয়েই সংগঠনের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছিল শামিন মাহফুজ। তার স্ত্রীও নারী সদস্যদের সংগঠিত করতো বলে তথ্য প্রমাণ পেয়েছে সিটিটিসি।

আরও পড়ুন: জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ গ্রেফতার

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply