১৩ কোটি রুপিতে চাষাবাদের জমি কিনলেন শাহরুখ-কন্যা ‘কৃষিবিদ’ সুহানা

|

বলিউড সুপারস্টার কিং শাহরুখ খান এবং গৌরি খানের মেয়ে সুহানা খান আলিবাগের থাল গ্রামে ১৩ কোটি রুপি মূল্যের কৃষি জমি কিনেছেন বলে জানা গেছে। মজার বিষয় হল, এ জমি কেনার সময় রেজিস্ট্রেশন পেপারে নিজেকে ‘‌এগ্রিকালচারিস্ট’ বলে পরিচয় দিয়েছেন তিনি। খবর বার্তা সংস্থা হিন্দুস্তান টাইমস’র।

মূলত, মহারাষ্ট্রের একটি দ্বীপ অঞ্চল আলিবাগ। সেখানেই শহর থেকে দূরে থল গ্রামে কৃষিজমি কিনেছেন সুহানা। জমির দাম পড়েছে সর্বমোট ১২ কোটি ৯১ লাখ রুপি।

হিন্দুস্তান টাইমস অনুসারে, সুহানা দেড় একর জমি কিনেছেন। এতে প্রায় ২ হাজার ২১৮ বর্গফুটের অবকাঠামো রয়েছে। ভারতীয় জনপ্রিয় রিয়েল এস্টেট ওয়েবসাইট ইনডেক্স ডটকম অনুযায়ী, জমির জন্য স্ট্যাম্প ডিউটি পড়েছে ৭৭ লাখ ৪৬ হাজার রুপি। এটি কেনার পর সুহানা এর নাম দিয়েছেন ‘‌দেজা ভু ফার্ম প্রাইভেট লিমিটেড’। এর পরিচালক হিসেবে থাকছেন গৌরি খানের মা সবিতা ছিব্বার ও তার বোন নমিতা ছিব্বার।

প্রসঙ্গত, থল গ্রামের এই সম্পত্তির সঙ্গে বলিউডের একটি সংযোগ আছে। মূলত, এই কৃষিজমিটি সুহানা কিনেছেন হিন্দি ছবির দুনিয়ার প্রবীণ অভিনেত্রী দুর্গা খোটের পরিবারের তিন কন্যা অঞ্জলি, প্রিয়া, আর রেখা খোটের থেকে। তারা উত্তরাধিকার সূত্রে জমিটি পেয়েছিলেন। আর এখন সুহানার নামে এই জমি। তাছাড়াও, আলিবাগে জমি কেনার পেছনে সুহানার আরও কিছু কারণ আছে। এ জায়গায়ই শাহরুখ খানের জমি কেনা আছে। সেখানে আছে সমুদ্রমুখি বিলাসবহুল বাড়ি। তিনি মাঝে মাঝেই সেখানে বন্ধুবান্ধবদের নিয়ে পার্টি দিয়ে থাকেন। তার ৫২তম জন্মদিনে একটি বড় পার্টি দিয়েছিলেন আলিবাগের বাংলোয়। এতে একটি বড় সুইমিং পুল ও একটি হেলিপ্যাড রয়েছে। আলিবাগের মূল শহর থেকে ১২ মিনিট গাড়ি চালিয়ে সুহানার এ প্লটে যাওয়া যায়।

তবে, অভিষেক সিনেমা নিয়ে আলোচনায় আছেন সুহানা খান। এরই মধ্যে মুক্তি পেয়েছে সিনেমার ফার্স্ট লুক ও টিজার। এছাড়া ব্রাজিলে অনুষ্ঠিত নেটফ্লিক্সের তুডুমে ‘‌দি আর্চিজ’ নিয়ে প্রচারণা করেছেন এর নির্মাতারা। স্টার কিডদের নিয়ে সিনেমার নির্মাতা জোয়া আখতারের দি আর্চিজে অভিনয় করছেন সুহানা খান, খুশি কাপুর, অগস্ত্য নন্দ, বেদাঙ্গ রায়না, মিহির আহুজা প্রমুখ। এ সিনেমার মধ্য দিয়েই তাদের অভিষেক হচ্ছে। তবে সিনেমায় অভিষেক হওয়ার আগেই বহু ব্র্যান্ডের পণ্যদূত হয়েছিলেন সুহানা।

এআই/এটিএম





সম্পর্কিত আরও পড়ুন






Leave a reply