দুর্যোগ মোকাবেলায় বেসরকারি খাতের অংশগ্রহণকে উৎসাহিতের আহ্বান ঢাকা চেম্বারের

|

দুর্যোগ মোকাবেলায় দুর্যোগপ্রতিরোধী অবকাঠামোতে বেসরকারি খাতের বিনিয়োগকে উৎসাহিত করার আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্সের নেতারা।

শনিবার (২৪ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে ‘দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় বেসরকারি খাতের অংশগ্রহণ: স্মার্ট বাংলাদেশের এগিয়ে যাওয়া’ শীর্ষক এক সিম্পোজিয়ামে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে দুর্যোগ মোকাবেলার বিকল্প নেই। বেসরকারি খাত, সরকার ও এনজিওগুলোর মধ্যে এ সম্পর্কিত জ্ঞান আদান-প্রদান প্রয়োজন। প্রতি বছর বন্যায় উত্তরের অধিকাংশ জেলাসহ ২১টি জেলা ক্ষতিগ্রস্ত হয় জানিয়ে এর সমাধান খোঁজার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

স্ট্রেন্থিং আরবান পাবলিক প্রাইভেট প্রোগ্রামিং ফর আর্থ কোয়েক রেজিলিয়েন্স সুপার প্রজেক্টের আওতায় সিম্পোজিয়ামটির আয়োজন করেন অ্যাকশন এইড।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply