খুলনার পাইকগাছায় গলা কেটে যুবককে হত্যা

|

খুলনা করেসপন্ডেন্ট:

খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়নে অনুপ মন্ডল নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার (২৬ জুন) বাড়ির পাশে একটি পরিত্যক্ত ভিটায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এলাকাবাসী পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

নিহত অনুপ উপজেলার ফুলবাড়ি গ্রামের অনুকূল মন্ডলের ছোট ছেলে। নিহত যুবক মশলার ব্যবসা করতেন।

রোববার (২৫ জুন) তিনি বাড়িতে ফেরেননি বলে পরিবার জানায়। পরদিন তার গলা কাটা মরদেহ পাওয়া যায়। কে বা কারা তাকে হত্যা করেছে, পুলিশ প্রাথমিকভাবে তা বলতে পারেনি।

তার মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

/এএম/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply