আগা খান স্কুল ঢাকার ‘ক্লাস অব ২০২৩’ উদযাপন

|

২০২৩ সালে ইন্টারন্যাশনাল ব্যাকালরিয়েট (আইবি) ডিপ্লোমা ও ক্যামব্রিজ কারিকুলামে এ লেভেলে উত্তীর্ণ ৬৭ শিক্ষার্থীর গ্র্যাজুয়েটিং ক্লাস উদযাপন করেছে রাজধানীর আগা খান স্কুল কর্তৃপক্ষ।

এসব শিক্ষার্থীর সম্মানার্থে সম্প্রতি ঢাকার একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাতে অভিভাবক, শিক্ষার্থী এবং আগা খান এডুকেশন সার্ভিসের বাংলাদেশ পরিচালনা পর্ষদ ও সকল স্টাফ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে আগা খানের সিনিয়র স্কুল শাখার প্রধান ফাহমিদা চৌধুরী অধ্যবসায়ের তাৎপর্য তুলে ধরে কয়েকটি উদ্ধৃতি দিয়ে সবাইকে স্বাগত জানান। এ সময় তিনি উত্তীর্ণ শিক্ষার্থী ও তাদের পিতামাতাদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানের প্রধান বক্তা আগা খান এডুকেশন সার্ভিস বাংলাদেশের চেয়ারম্যান আমিন সালেহ পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ২০২৩ সালের গ্র্যাজুয়েট ক্লাসের সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানান। এ সময় তিনি প্রযুক্তির দ্রুত অগ্রগতি এবং পরিবেশগত পরিবর্তনগুলো তুলে ধরেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply