নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার নবাবগঞ্জে রোকেয়া বেগম নামে এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। সোমবার (২৬ জুন) সকালে নিজ বসতঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রোকেয়া বেগম উপজেলার বারুয়াখালী ইউনিয়নের বাহেরচর গ্রামের মৃত হারুনের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুই ছেলের বউয়ের সাথে শাশুড়ি রোকেয়া বেগমের ঝগড়া হয়। রাতে দুই বউ ও শাশুড়ি যার যার মতো ঘুমাতে যান। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বসতঘরের লোহার জানালার সঙ্গে ওড়না পেঁচানো রোকেয়া বেগমের ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়। সংবাদ পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে বারুয়াখালী তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
নিহত রোকেয়া বেগমের বড় ছেলে মো. লোকমানের দাবি- তার মাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি হত্যাকাণ্ডে জড়িত তার স্ত্রী সাথী আক্তার ও ছোট ভাইয়ের বউ বিথী আক্তারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বারুয়াখালী তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী রমজানুল হক বলেন, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইউএইচ/
Leave a reply