ভয়াবহ অগ্নিকাণ্ড দেখলো সংযুক্ত আরব আমিরাতের উত্তরাঞ্চলের শহর আজমান। সোমবার (২৬ জুন) গভীর রাতে বহুতল একটি আবাসিক ভবনে ছড়িয়ে পড়ে আগুন, নিয়ন্ত্রণে আসে মঙ্গলবার (২৭ জুন) স্থানীয় সময় ভোরে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। খবর গাল্ফ নিউজের।
অগ্নিকাণ্ডের পরই পুলিশ এবং স্বেচ্ছাসেবীদের উদ্যোগে নিরাপদে সরানো সম্ভব হয় ভবনটির সব বাসিন্দাদের। তবে এর বড় একটি অংশ পুড়ে গেছে। মাত্র তিনদিন আগে ভবন নিরাপত্তা ইস্যুতে সতর্কতা সংকেত জারি করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
২০২২ সালে প্রায় তিন হাজার আবাসিক ভবন, অফিস এবং শিল্প প্রতিষ্ঠানে অগ্নি দুর্ঘটনা ঘটে। চলতি বছরের এপ্রিলেও পাঁচতলা একটি ভবনে আগুন লাগে। এতে প্রাণ যায় ১৬ বাসিন্দাদের, দগ্ধ হন ৯ জন।
এসজেড/
Leave a reply