পাকিস্তানে গত মে মাসে হওয়া বিক্ষোভ-সহিংসতা মোকাবেলা এবং সামরিক সম্পদ রক্ষায় ব্যর্থতার অভিযোগে ৩ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। সোমবার (২৬ জুন) মেজর জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। তবে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নাম প্রকাশ করা হয়নি। খবর আল জাজিরার।
সংবাদ সম্মেলনে মেজর জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, সামরিক সম্পদের ওপর হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় শাস্তি পেয়েছেন আরও ১৫ কর্মকর্তা। সেনা কর্মকর্তাদের স্ত্রী এবং আত্মীয়-স্বজনরাও শাস্তিভোগ করছেন। কারণ, তারা সহিংসতায় সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন।
প্রসঙ্গত, গত ৯ মে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের ঘটনায় উত্তাল হয়ে ওঠে পুরো পাকিস্তান। বিক্ষোভ-সহিংসতায় প্রাণ যায় ৮ জনের। ধরপাকড়ের শিকার হন ৫ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে শতাধিক মানুষের সামরিক আদালতে বিচার চলছে। এরই জেরে এই সামরিক কর্মকর্তাদের বরখাস্ত করা হলো।
এসজেড/
Leave a reply