‘ঈদের ছুটিতে ফাঁকা বাসার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে’

|

পবিত্র ঈদুল আজহার ছুটিতে রাজধানীর ফাঁকা বাসার নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে, এ কথা বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

মঙ্গলবার (২৭ জুন) দুপুরে মহাখালী বাস টার্মিনালে এ কথা বলেন তিনি। আরও বলেন, মাঝপথে যাত্রী তোলায় সড়কে কিছুটা যানজট সৃষ্টি হচ্ছে।

ভাড়া নিয়ন্ত্রণে আছে দাবি করে খন্দকার গোলাম ফারুক বলেন, ভাড়া বেশি নিলে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা নিচ্ছে। ডিএমপি রাজধানীর সার্বিক নিরাপত্তায় কাজ করছে।

ডিএমপি কমিশনার জানিয়েছেন, গত এক মাস ধরে বিশেষ অভিযান চালানো হয়েছে এবং এ পর্যন্ত ৬০০ পেশাদার অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এর ফলে চুরি-ডাকাতি ছিনতাইয়ের ঘটনা কম ঘটবে।

তিনি আরও বলেন, গাড়ি-বাইক রেস করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ঈদের পর ফাঁকা সড়কে দুর্ঘটনা বেশি ঘটে উল্লেখ করে প্রশিক্ষিত চালক ছাড়া কেউ যাতে গাড়ি না চালায় সে বিষয়ে মালিক সমিতিকে সতর্ক করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply