২০২৩ বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেছে আইসিসি। ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে ৫ অক্টোবর আহমেদাবাদে শুরু হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বের বৃহত্তম এই আসর। আফগানিস্তানের বিরুদ্ধে ধর্মশালায় ৭ অক্টোবর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ ক্যাম্পেইন। দেখে নেয়া যাক, বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের কোন ম্যাচ কবে অনুষ্ঠিত হবে।
১০ অক্টোবর ধর্মশালায় নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৪ অক্টোবর চেন্নাইয়ে নিউজিল্যান্ড, ১৯ অক্টোবর পুনেতে ভারত, ২৪ অক্টোবর মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তামিম ইকবালের দল।
২৮ অক্টোবর কলকাতায় কোয়ালিফায়ার রাউন্ডের চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। ৩১ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচটি গড়াবে কলকাতায়। ৬ নভেম্বর দিল্লিতে কোয়ালিফায়ার রাউন্ডের রানার্সআপ দলের বিরুদ্ধে লড়বে বাংলাদেশ। এবং ১২ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে টাইগার বাহিনী।
/এম ই
Leave a reply