শান্তিরক্ষী নিয়ে অ্যামনেস্টির আহ্বান উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্রমন্ত্রী

|

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশিদের অংশগ্রহণ বিষয়ে জাতিসংঘের প্রতি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আহ্বান উদ্দেশ্যপ্রণোদিত। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (২৭ জুন) দুপুরে সিলেটের খাদিমনগরে দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অ্যামনেস্টির এই আহ্বানের মূল উদ্দেশ্য বাংলাদেশকে দাবিয়ে রাখা। তারা চায় জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী না গেলে আর্মির মধ্যে অসন্তোষ দেখা দেবে।

মন্ত্রী আরও বলেন, শান্তিরক্ষী বাহিনীর সদস্য নেয়ার আগে অনেক যাচাই-বাছাই করে জাতিসংঘ। বাংলাদেশ এ বিষয়ে জানে বলেও জানান তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply