২ সিটির বর্জ্য অপসারণের কাজ শুরু

|

রাজধানীতে পশু কোরবানির পর বর্জ্য অপসারণের কাজ শুরু করেছে দুই সিটি করপোরেশন। তবে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হওয়ায় অপসারণকাজে বিঘ্ন ঘটছে।

বৃহস্পতিবার (২৯ জুন) দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন সড়ক, পাড়া-মহল্লা থেকে বর্জ্য সংগ্রহ করছেন পরিচ্ছন্নতাকর্মীরা। কোরবানির পর পশুর বর্জ্য বাসার নিচে, সড়কের পাশে জড়ো করে রাখছেন নগরবাসী। পরে সিটি করপোরেশনের গাড়িতে করে সেগুলো সংগ্রহ করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, বর্জ্য অপসারণের জন্য আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। ইনশাআল্লাহ, নির্ধারিত সময়ের মধ্যেই সব বর্জ্য অপসারণ করতে পারবো। গতবারও যেভাবে আমরা সফল হয়েছি, এবার তার আগেই আমরা ঢাকাবাসীকে সুফল দিতে পারবো।

এদিকে, ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আমরা কতো তাড়াতাড়ি বর্জ্যগুলো সরাতে পারবো, তা নির্ভর করবে এলাকাবাসীর ওপর। এলাকাবাসী যত্রতত্র যেনো ময়লাগুলো না ফেলে রাখে। আমরা প্রত্যেককেই বায়োডিগ্রেবল পলিথিন দিয়েছি। আমি অনুরোধ করবো, প্রত্যেকেই যেনো নিজ নিজ ময়লা নির্ধারিত স্থানে নিয়ে ফেলে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply