মিউজিক ভিডিও আনছে স্পটিফাই!

|

অনলাইনে গান শোনার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম স্পটিফাইতে এতোদিন শুধুমাত্র অডিও গান শুনতে পেতেন সঙ্গীতপ্রেমিরা। তবে এবার ইউটিউব ও টিকটককে টেক্কা দিতে ভিডিও গান যুক্ত করার কথা ভাবছে বলে খবর বেরিয়েছে। খবর ব্লুমবার্গের।

সংবাদমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও কর্তৃপক্ষ এ বিষয়ে তাৎক্ষনিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে ইতোমধ্যে তারা তাদের পার্টনারদের সাথে এ নিয়ে আলোচনাও শুরু করেছে বলে জানা গেছে।

স্পটিফাই মূলত ইউটিউব ও টিকটকের গ্রাহকদের টার্গেট করেই এ পরিকল্পনায় এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে। প্লাটফর্মটিতে যদিও প্রায় ১ লাখের বেশি ভিডিও পডকাস্ট রয়েছে।

এর আগে থেকে চলতি মাসের শুরুতে প্রতিষ্ঠানটি জানিয়েছিল পডকাস্ট ইউনিট থেকে তারা প্রায় ২০০ কর্মী ছাঁটাই করবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply