ফ্রান্সের দাঙ্গা: ধরপাকড়ের শিকার হাজারের বেশি বিক্ষোভকারী

|

নজিরবিহীন দাঙ্গার মুখোমুখি ফ্রান্স। চতুর্থ রাতেও দেশজুড়ে ধরপাকড়ের শিকার হাজারের কাছাকাছি বিক্ষোভকারী। খবর রয়টার্সের।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় এ তথ্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে রাজধানী প্যারিসসহ আন্দোলন ছড়িয়ে পড়া শহরগুলোয় ৪৫ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। রাত্রিকালীন বাস-ট্রাম সার্ভিসও বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় যেকোন মুহূর্তে সাঁজোয়া যান নামানো হতে পারে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন। তিনি ফরাসিদের নিজ সন্তানকে বিক্ষোভ-সহিংসতায় যোগদান থেকে বিরত রাখার অনুরোধ জানান।

এদিকে, তারকা ফুটবলার এমবাপ্পে এক ভিডিও বার্তায় ক্ষুব্ধ ফরাসিদের শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। তার বক্তব্য, সহিংসতা নয়, সংলাপের মাধ্যমেই আসবে কার্যকরী সমাধান।

মূলত ট্রাফিক পুলিশের গুলিতে আলজেরীয় ও ফরাসি বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গ কিশোর নাহেল (১৭) হত্যার ঘটনায় মঙ্গলবার থেকে বিক্ষোভ-সংঘাতে উত্তাল হয়ে ওঠে ফ্রান্স। ছোট-বড় ১০টি শহরে ছড়িয়েছে সহিংসতা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply