সিনিয়র করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের অলিপুরা এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর সিয়ামের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার দুপুর সাড়ে ১২টায় নিখোঁজ হয় সিয়াম। সে নাজিরপুর মগবাজার এলাকার মৃত হোসেনের ছেলে।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে অলিপুরা ব্রিজের নিচে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে পানির স্রোতে তলিয়ে যায় সিয়াম। এ সময় তার বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে আত্মীয় স্বজনদের জানায়। পরবর্তীতে তারা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুজন কুমার হালদার জানান, শুক্রবার দুপুর ২টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। সন্ধ্যা সাতটা পর্যন্ত উদ্ধার অভিযান চলে। তবে গতকাল নিখোঁজ ওই কিশোরের কোনো খোঁজ না মিললে আজ সকাল থেকে পুনরায় উদ্ধার কাজ শুরু করা হয়। সকালে ঘটনাস্থল থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়।
ইউএইচ/
Leave a reply