ফ্রান্সের পুলিশের হাতে গ্রেফতার হলেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কোচ ক্রিস্টোফার গালতিয়ের। এ সময় তার ছেলে ভ্লাহোভিচকেও আটক করা হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
গ্যালতিয়েরের বিরুদ্ধে ধর্ম, বর্ণ ও জাতিগত বিদ্বেষের অভিযোগ আনা হয়েছে। সেই অভিযোগ গুরুত্ব নিয়ে তদন্ত করে দেখছে পুলিশ। ২০২০-২১ মৌসুমে নিসের কোচের দায়িত্বে থাকার সময় এ অভিযোগ আনা হয়েছিল গালতিয়ের বিরুদ্ধে।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
ফাঁস হওয়া একটি মেইলে গালতিয়েরের বিপক্ষে কৃষ্ণাঙ্গ ও মুসলিম ফুটবলারদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ আনেন ক্লাব পরিচালক জুলিয়ান ফরনিয়ের। এ নিয়ে পুলিশ তদন্ত শুরু করলে নিজেকে নির্দোষ দাবি করেন গালতিয়ের। তবে শেষ রক্ষা হলো না তার।
ক্রিস্টোফে গ্যালতিয়ের সঙ্গে এখনো পিএসজির এক বছরের চুক্তি রয়েছে। তবে আগামী কিছুদিনের মধ্যেই তাকে বরখাস্ত করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। কারণ গ্যালতিয়েরের পারফরম্যান্সে মোটেও খুশি নয় পিএসজি।
ইউএইচ/
Leave a reply