বিদায়ী অর্থবছরে রফতানিতে রেকর্ড আয়

|

বিদায়ী অর্থবছরে (২০২২-২৩) রফতানি আয় হয়েছে ৫৫ দশমিক ৫৫ বিলিয়ন ডলার। এ যাবৎকালের মধ্যে যা সর্বোচ্চ রফতানি আয়। বিগত ২০২১-২২ অর্থবছরের তুলনায় ৬ দশমিক ৬৭ শতাংশ বেশি। এর আগে, ২০২১-২২ অর্থবছরের রফতানি আয় ছিল ৫২ দশমিক ৮ বিলিয়ন ডলার।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। রফতানিতে বরাবরের মতেই শীর্ষে রয়েছে দেশের পোশাক খাত। এ খাত থেকে এসেছে ৪৬ বিলিয়ন ডলার। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ২৭ শতাংশ।

এছাড়া ফুটওয়্যারে ৬ দশমিক ৬১ শতাংশ, ক্যাপে ২২ দশমিক ৭১ শতাংশ, ম্যান মেইড ফিলমেন্ট ও স্ট্যাপল ফাইবারে ৪২ দশমিক ৯৮ শতাংশ, প্লাস্টিক পণ্যে ২৬ দশমিক ২৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। অন্যদিকে, পাট জাত পণ্যে ১৯ দশমিক ১ শতাংশ, কৃষি পণ্যে ২৭ দশমিক ৪৭ এবং হিমায়িত মাছে ২০ দশমিক ৭৬ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।

এদিকে, মে মাসের ধারবাহিকতায় জুন মাসেও দেশীয় পণ্য রফতানিতে ইতিবাচক প্রভাব অব্যাহত ছিল। আগের বছরের একই মাসের তুলনায় গত জুনে বাংলাদেশের রফতানি আয় ২ দশমিক ৫১ শতাংশ বেড়েছে। জুন মাসে ৫৩১ কোটি ডলার আয় হয়েছে। যদিও জুনে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৫ দশমিক ৬৬ বিলিয়ন ডলার। গত বছরের এ সময়ে ৪৯০ কোটি ডলারের পণ্য রফতানি হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply