সাফের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ ভারতের প্রতিপক্ষ কুয়েত

|

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ ভারতের মুখোমুখি হবে কুয়েত। মঙ্গলবার (৪ জুলাই) বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

লেবাননের বিরুদ্ধে সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে জিতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে ভারতীয় দল। এবার নিজেদের খেতাব ডিফেন্ড করার লক্ষ্যে কুয়েতের বিরুদ্ধে খেতাবি লড়াইয়ে মুখোমুখি হবেন সুনীল ছেত্রীরা।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

অপরদিকে কুয়েত ১-০ গোলে বাংলাদেশকে পরাজিত করে পৌঁছে যায় ফাইনালে। এই টুর্নামেন্টে ইতোমধ্যেই দুই দল একবার একে অপরের মুখোমুখি হয়েছে। সেই ম্যাচে ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও শেষ পর্যন্ত আত্মঘাতী গোলে ১-১ এ ম্যাচ ড্র করে ভারত। তাই ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আশা করতেই পারেন ফুটবল সমর্থকরা।

রেকর্ড আটবার সাফ শিরোপা জিতেছে ভারত। ১৪ আসরের শুধু একবারই ফাইনাল খেলতে পারেনি। ২০০৩ সালের সেই আসরে মালদ্বীপকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। সাফের সর্বশেষ আসরেও চ্যাম্পিয়ন হয় ভারত।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply