আট মাস তদন্তের পর বাংলাদেশ বিমানের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত ২২ জুন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের লালবাগ শাখার পরিদর্শক মো. আলমগীর হোসেন পাটোয়ারী চার্জশিটটি জমা দেন। পরে ২ জুলাই সিএমএম আদালতের সাধারণ নিবন্ধন শাখায় এটি জমা হয়।
অভিযুক্তদের মধ্যে ২৬ জনই বিমানের কর্মচারী। তাদের মধ্যে কেউ এমডির গাড়ি চালক, অফিস সহায়ক, মহাব্যবস্থাপকের নিরাপত্তাকর্মী, এমটি অপারেটর; এছাড়া অন্য পদেরও লোক রয়েছে।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
গত বছরের ২১ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২টি পদে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। তার আগেই অসাধু চক্র ফাঁস করে দেয় পরীক্ষার প্রশ্নপত্র। এ নিয়ে বিমানবন্দর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলে ১১ জনকে গ্রেফতার করে ডিবি পুলিশের লালবাগ বিভাগ। এদের মধ্যে ১০ জনই প্রশ্ন ফাঁসের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশিদ জানিয়েছেন, চক্রটি দীর্ঘদিন মোটা অঙ্কের টাকা নিয়ে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করতো।
তদন্তের সময় অনেকের নাম বাদ দিতে বিভিন্ন মহল থেকে তদবির এসেছিল বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
/এমএন
Leave a reply