পিএসজির নতুন কোচ লুইস এনরিকে

|

ছবি: সংগৃহীত

শেষ পর্যন্ত গুঞ্জনই সত্য হলো। পিএসজির নতুন কোচ লুইস এনরিকে। ৫৩ বছর বয়সী স্প্যানিশ এই কোচের সঙ্গে পিএসজির চুক্তি দুই বছরের।

চুক্তির মেয়াদের এক বছর বাকি থাকতেই বুধবার (৫ জুন) ক্রিস্তফ গালতিয়েকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার কথা জানায় পিএসজি। এর কয়েক ঘন্টা পরই এনরিকেকে দায়িত্ব দেয়ার বিষয়টি বিবৃতি দিয়ে জানায় প্যারিসের ক্লাবটি।

গত ডিসেম্বরে স্পেনের বিশ্বকাপ ব্যর্থতার পর চাকরি হারান এনরিকে। তার পর থেকে চাকরির খোঁজে ছিলেন তিনি। এনরিকেকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি। বিবৃতিতে এনরিকে বলেন, নতুন অভিজ্ঞতা নেয়ার জন্য প্যারিসে যুক্ত হতে পেরে ভীষণ আনন্দিত। সব মিলে নতুন মানুষদের সঙ্গে পরিচয়, নতুন শহরে থাকা ছাড়াও নতুন ভাষা শেখা… সব কিছু ছাপিয়ে পিএসজিকে কোচিং করাতে পারা রোমাঞ্চকর।

এর আগে, বার্সেলোনার হয়ে তিন বছর কোচের দায়িত্বে ছিলেন এনরিকে। প্রথম মৌসুমেই দলটিকে জেতান ‘ট্রেবল’। তার হাত ধরে পরে আরও একবার লা লিগা, আরও দুবার কোপা দেল রে শিরোপা জেতে কাম্প ন্যুয়ের দলটি। এছাড়াও স্প্যানিশ ক্লাব সেল্টা ভিগো ও সেরি আর দল রোমার দায়িত্বেও ছিলেন এনরিকে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply