যুবকের মুখে মূত্রত্যাগের ঘটনায় পা ধুয়িয়ে ক্ষমা চাইলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী

|

সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশে এক দলিত সম্প্রদায়ের যুবকের মুখে মূত্রত্যাগ করেন এক বিজেপি কর্মী। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজ্যজুড়ে দেখা দেয় তীব্র অসন্তোষ। এবার সেই নির্যাতিত ব্যক্তির পা ধুয়িয়ে ক্ষমা চাইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

বৃহস্পতিবার (৬ জুলাই) ভূপালে মুখ্যমন্ত্রীর বাসভবনে দেখা যায় ব্যতিক্রমী এ দৃশ্য। ভুক্তভোগী যুবককে নিজের বন্ধু বলেও অভিহিত করেন শিবরাজ সিং। দুঃখ প্রকাশ করে বলেন, সব মানুষই তার কাছে ঈশ্বরের মতো।

দলিত যুবকের গায়ে মূত্রত্যাগের একটি ভিডিও নিয়ে কয়েকদিন ধরেই বিতর্ক চলছে মধ্যপ্রদেশে। সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওফুটেজে দেখা যায়, রাস্তায় বসে থাকা দলিত যুবক দেশমত রাওয়াতের মুখের ওপর প্রস্রাব করছেন এক বিজেপি কর্মী। এ ঘটনায় তীব্র ক্ষোভ ছড়ায় রাজ্যে। মঙ্গলবারই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার ভুক্তভোগী দেশমত রাওয়াতকে নিজের বাসভবনে ডেকে নেন মুখ্যমন্ত্রী। নিজে মাটিতে বসে চেয়ারে বসান দলিত ঐ যুবককে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply