ঢাকা-১৭ আসনে ভোট: হিরো আলমের বিরুদ্ধে নারীদের ওপর হামলার অভিযোগ

|

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের প্রার্থী হিরো আলম নারীদের ওপর হামলা চালিয়েছেন, এমন অভিযোগ করেছেন মহাখালীর সাত তলা বস্তি এলাকার বাসিন্দারা।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে রাজধানীর সাত তলা বস্তির সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন নির্যাতনের শিকার দাবি করা করা অনেকে। তারা বলেন, হিরো আলম ভোট চাইতে এসে সাধারণ ভোটারদের ওপর হামলা চালিয়েছেন। এজন্য তারা হিরো আলমের বিচার চান।

হিরো আলম বস্তির বাসিন্দাদের অপমান করেছেন বলেও অভিযোগ করেন তারা। হিরো আলম নির্বাচন করার যোগ্যতা হারিয়েছেন বলেও দাবি করা হয় এসময়।

তার প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান কর্মসূচি পালনকারীরা। স্থানীয়দের অভিযোগ, বিনা উসকানিতে নারীদের গালিগালাজ ও মারধর করেছেন হিরো আলম। ওই এলাকায় পুনরায় আসলে তাকে প্রতিহত করার ঘোষণা দেন বাসিন্দারা।
/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply