পশ্চিম তীরে ফিলিস্তিনির গুলিতে নিহত ইসরায়েলি সৈন্য, পাল্টা অভিযানে হামলাকারীর মৃত্যু

|

পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবহরকে উদ্দেশ করে বন্ধুক হামলা চালিয়েছে এক ফিলিস্তিনি। এতে নিহত এক ইসরায়েলি সৈনা সদস্য। দখলদার বাহিনীর পাল্টা আক্রমণে প্রাণ গেছে সেই হামলাকারী ফিলিস্তিনিরও। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার (৬ জুলাই) দখলকৃত অঞ্চলের কেদুমিম বসতির কাছে ঘটে এই হামলা।

এ নিয়ে ইসরায়েলি সেনার পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, গাড়ি নিয়ে ওই অঞ্চলে প্রবেশের চেষ্টা করে হামলাকারী। তল্লাশি চৌকিতে তাকে থামানো হলে এলোপাতাড়ি গুলি ছোড়া শুরু করে ঐ ফিলিস্তিনি। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় এক ইহুদি সেনার।

এ সময় পাল্টা অভিযান শুরু হলে কিছুক্ষণের মধ্যেই প্রাণ হারান বন্দুকধারী। তাকে আহমেদ ইয়াসিন হিলাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি রামাল্লার কাছেই ছোট একটি গ্রামের বাসিন্দা।

এ ঘটনাকে জেনিন আগ্রাসনের প্রতিশোধ হিসেবে আখ্যা দিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। গত সোমবার থেকে দু’দিনের নারকীয়তায় জেনিনে প্রাণ গেছে ১২ ফিলিস্তিনির, আহত হয়েছে ১২০ জন। ঘর ছাড়তে বাধ্য হয়েছেন কমপক্ষে ৩ হাজার বাসিন্দা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply