পেপ গার্দিওলার পাগলাটে সিদ্ধান্তের কারণে ম্যানচেস্টার সিটি ছেড়েছেন, এমন অভিযোগ এনেছেন ব্রাজিলিয়ান ফুটবলার গ্যাব্রিয়াল জেসুস। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তাকে একাদশে না রাখা নিয়ে হতাশায় ভেঙ্গে পড়েছিলেন এই ফরোয়ার্ড। তখনই সিদ্ধান্ত নিয়েছিলের ম্যানসিটি ছাড়ার। খবর গোল ডটকমের।
২০২১ সালে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পিএসজির বিপক্ষে অনুশীলনে ফরোয়ার্ড হিসেবে থাকলেও শুরুর একাদশে নামানো হয়নি জেসুসকে। ম্যাচে নামার কিছুক্ষণ আগেই সেটি জানতে পেরেছিলেন। তখনই খাবার না খেয়ে নিজের রুমে গিয়ে কেদেছিলেন এই ফরোয়ার্ড। সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ছাড়ার।
গ্যাব্রিয়েল জেসুস বলেন, সেটা ছিল পিএসজির বিপক্ষে ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ। যেখানে তিনি (গার্দিওলা) জিনচেঙ্কোকে ফলস নাইন হিসেবে খেলান। পাগলামি ছাড়া আর কী! আগের দিন অনুশীলনেও তিনি জিনচেঙ্কোকে ব্যবহার করেননি, আর তিনি আমাকে খেলিয়েছিলেন স্ট্রাইকার হিসেবে। এ নিয়ে জিনচেঙ্কো আমার সঙ্গে মজাও করেছিল। বলেছিল, সেদিন তোমার জন্য আমার খারাপ লেগেছিল।
সেই ম্যাচে ৫৩ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নামা জেসুসই ম্যানসিটির ত্রাণকর্তা রুপে আভির্ভুত হন। ১ গোল করার পাশাপাশি সতির্থ্যকে দিয়ে করান আরেক গোল। কিন্তু চ্যাম্পিয়নস লিগের পরের ম্যাচেই তাকে আবারও একাদশে রাখা হয়নি।
গ্যাব্রিয়েল জেসুস আরও বলেন, চ্যাম্পিয়নস লিগের পরের ম্যাচে আমি ভেবেছিলাম আমাকে রাখা হবে। কিন্তু সেই ম্যাচে আমি খেলিনি। গার্দিওলার সঙ্গে এমন অনেক কিছু হয়েছে। এটা সহজ ছিল না। ব্যাপারটা অনেক কঠিন ছিল। সে কারণেই আমি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, ম্যানসিটিতে আমি আর থাকতে চাইনি।
জেসুসের পর ম্যানসিটি ছেড়ে আর্সেনালে নাম লেখান জিনচেঙ্কোও। প্রিমিয়ার লিগে অনেকটা সময় ধরে শিরোপার লড়াইয়ে থাকার পর রানার্সআপ হয় মিকেল আর্টেটার দল। চ্যাম্পিয়ন হয় গার্দিওলার ম্যানসিটি।
/আরআইএম
Leave a reply