ঈদুল আজহায় এবার সারাদেশে ২৭৭টি সড়ক দুর্ঘটনা হয়েছে। এসব দুঘর্টনায় নিহত হয়েছেন ২৯৯ জন, আহত হয়েছেন ৫৪৪ জন। এ তথ্য জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।
শনিবার (৮ জুলাই) সকালে ডিআরইউ’তে এক সংবাদ সম্মেলনে সড়ক দুঘর্টনার প্রতিবেদনে এসব তথ্য জানায় যাত্রী কল্যাণ সমিতি। সেখানে জানানো হয়, সড়ক, রেল ও নৌ-পথে সম্মিলিতভাবে ৩১২টি দুর্ঘটনা ঘটেছে। এতে সব মিলিয়ে নিহত হয়েছে ৩৪০ জন।
যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে জানানো হয়, সরকারের ধারাবাহিক উন্নয়নের ফলে দেশের সড়ক মহাসড়কের অবস্থা আগের তুলনায় অনেক ভালো ছিল। ঈদের ছুটি ১ দিন বাড়ানোর সুফল মিলেছে বলেও জানান যাত্রী কল্যাণের মহাসচিব।
বলা হয়, দেশে ঈদযাত্রায় মোট যাতায়াতের প্রায় ৮ শতাংশ মোটরসাইকেল ব্যবহৃত হয়েছে। হাইওয়ে পুলিশ, জেলা পুলিশসহ সরকারের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার কঠোর নজরদারির কারণে এবারের ঈদযাত্রা কিছুটা স্বস্তিদায়ক হয়েছে বলেও জানানো হয়।
এবারের ঈদুল আজহায় কিছু কিছু সড়কের অবস্থা ভালো হওয়ায় এসব রুটে ভোগান্তি কমার পাশাপাশি সড়ক দুর্ঘটনা ১৫.১৬ শতাংশ ও প্রাণহানী ৩৩.১১ শতাংশ কমেছে। তবে পরিকল্পনার গলদে উত্তরাঞ্চলের পথে যানজটের ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ মানুষ। পাশাপাশি কিছু কিছু রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য হলেও কর্তৃপক্ষ বরাবরের মতো দর্শকের ভূমিকা পালন করেছে।
এসজেড/
Leave a reply