পাওয়ার প্লেতে আফগানদের উড়ন্ত সূচনা

|

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে উড়ন্ত সূচনা পেয়েছে সফরকারীরা। সিরিজ বাঁচানোর ম্যাচে শুরুতেই চাপেই আছে স্বাগতিকরা। তিন পেসার মিলেও এনে দিতে পারেননি সাফল্য।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেন দুই আফগান ওপেনার। বাংলাদেশের বোলাররা কোনো সমস্যাতেই ফেলতে পারেনি তাদের। শুরুতে পেসাররা সুবিধা করতে না পারায়; ছয় ওভার পরেই সাকিব আল হাসানকে বোলিংয়ে নিয়ে আসেন লিটন। কিন্তু টাইগারদের উইকেট এনে দিতে পারেননি বাংলাদেশ ক্রিকেটের এই পোষ্টার বয়ও।

বাংলাদেশ দলের পেসারদের উপর চড়াও হয়ে খেলতে থাকে আফগান দলের দুই ওপেনার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ১৩ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ৮৯ রান। রহমানুল্লাহ গুরবাজ অপরাজিত আছেন ৫১ রান করে; ইব্রাহিম জাদরান ২২ রানে ব্যাট করছেন।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply