আপত্তিকর ছবির জেরে বরখাস্ত হলেন বিবিসির সংবাদ উপস্থাপক

|

অর্থের বিনিময়ে কিশোরীকে আপত্তিকর ছবি দিতে প্ররোচিত করার দায়ে বরখাস্ত হলেন বিবিসির এক সংবাদ উপস্থাপক। রোববার (৯ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

তবে আইন অনুযায়ী প্রকাশ করা হয়নি ওই উপস্থাপকের নাম। সম্প্রতি কিশোরীর পরিবারের অভিযোগের জেরে প্রকাশ্যে আসে ঘটনাটি। ওই পরিবারের দাবি, ২০২০ সাল থেকে আপত্তিকর ছবি পাঠানোর জন্য তাদের মেয়েকে বিভিন্ন সময়ে অর্থ পাঠাতেন সেই উপস্থাপক। সে সময় মেয়েটির বয়স ছিলো ১৭ বছর। পরিবারের নিষেধ সত্ত্বেও এখনও পর্যন্ত তাকে ৪৫ হাজার ডলার দেয়া হয়েছে। এই অর্থ দিয়ে মেয়েটি মাদকাসক্ত হয়ে পড়েছে বলেও দাবি পরিবারের।

শুরুতে বিবসি কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়ে কোনো ফলাফল পাননি বলে দাবি পরিবারের। পরবর্তীতে দ্য সান পত্রিকায় ঘটনাটি প্রকাশ পেলে এ নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক আখ্যা দিয়েছেন বিবিসি মহাপরিচালক টিম ডেভি। ঘটনাটি যত দ্রুত সম্ভব সংবেদনশীলতার সাথে তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply