সাভারে গবেষণার জন্য রাখা ৩৮টি মোরগ চুরি, চলছে তদন্ত

|

ফাইল ছবি

স্টাফ করেসপন্ডেন্ট, সাভার:

সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট (বিএলআরআই) থেকে গবেষণার রাখা ৩৮টি মোরগ চুরি হয়েছে। ঈদুল আজহার আগের রাতে মোরগগুলো চুরি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউটের (বিএলআরআই) তথ্য কর্মকর্তা দেবজ্যোতি ঘোষ।

তিনি বলেন, ঈদের আগের রাতে চুরি হয়েছে বলে শুনেছি। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রশাসনিকভাবে বিষয়টি দেখা হচ্ছে।

জানা গেছে, ঈদুল আজহার আগের রাতে ‘পিউর লাইন’ মেল শেড থেকে মোরগগুলো চুরি হয়। যদিও চুরির পরপরই বিষয়টি কর্তৃপক্ষ জানলেও তা প্রকাশ না করে এ বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করে। যে শেডে চুরি হওয়া মোরগগুলো ছিল, সেখানে মোট ৩০০ মোরগ রাখা ছিল। এসবের মধ্য থেকে আরআইআর ও হোয়াইট লেগহর্ন জাতের ৩৮টি মোরগ চুরি হয়। ১৯৯৯ সালে জাপান সরকারের থেকে উপহার পাওয়া ৪টি বিশেষ জাতের মধ্যে এ দুটি অন্যতম।

বিএলআরএই এর পোল্ট্রি ও উৎপাদন গবেষণা বিভাগের বিভাগীয় প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাকিলা ফারুক বলেন, মূলত ঈদের ছুটির মধ্যে ঘটনাটি ঘটেছে। আমিও ছুটিতে ছিলাম। গত ৫ জুলাই অফিসে এসে চিঠির মাধ্যমে জানতে পেরেছি যে তদন্ত কমিটি হয়েছে।

তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি বিএলআরআই এর মহাপরিচালক ড. এস, এম জাহাঙ্গীর হোসেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply