এবার রফতানি লক্ষ্যমাত্রা ৭২ বিলিয়ন ডলার

|

২০২৩-২৪ অর্থবছরে রফতানি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭২ বিলিয়ন ডলার। যা গত অর্থবছরের তুলনায় সাড়ে ১১ শতাংশ বেশি।

এর মধ্যে পণ্য খাতে রফতানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬২ বিলিয়ন ডলার। আর সেবা খাতে ১০ বিলিয়ন ডলার।
বুধবার (১২ জুলাই) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৩-২৪ অর্থবছরের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকের এ তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রতিকূলতার পরও রফতানিতে ভালো ফলাফল এসেছে। যদিও গত বছর গ্যাসের সমস্যার পাশাপাশি দামও বেশি ছিল। নানা প্রতিকূলতার মধ্যেও গত বছর ৫৮ বিলিয়ন টার্গেট ছিল, তবে অর্জন হয়েছে ৫৫ বিলিয়ন।

টিপু মুনশি আরও বলেন, ২০৩০ সালে ১০০ বিলিয়ন রফতানি আয় টার্গেট। গ্যাস-বিদ্যুতের সরবরাহ ভালো থাকলে তা অর্জন সম্ভব।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply