একজন ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামীকে ‘মিস নেদারল্যান্ড’ খেতাব দেয়ায় দেশটিতে এখন চলছে তোলপাড়। খবর বিবিসির।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
এর আগে, গত ১০ জুলাই নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হয় ‘মিস নেদারল্যান্ড’ এর এবারের আসর। যেখানে পুরুষ থেকে একজন রূপান্তরকামী নারীকে এই খেতাব দেয়ায় সমালোচনার ঝড় উঠেছে নেটিজেনদের মাঝে।
জানা গেছে, রিকি কোল নামের ওই ব্যক্তি পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হয়েছিলেন। যা নিয়ে ক্ষুব্ধ প্রতিযোগী ও দর্শকরা। তবে, এ ঘটনাকে ঐতিহাসিক বলেও আখ্যা দেয়া হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে। অ্যামস্টারডামের বাসিন্দা রিকি কোলের পরবর্তী লক্ষ্য মিস ইউনিভার্সে অংশ নেয়া।
এর আগে, ২০১৮ সালে স্পেনের অ্যাঞ্জেলা পোনস প্রথমবারের মতো কোনো রূপান্তরকামী মডেল হিসেবে সুন্দরী প্রতিযোগীতায় অংশ নেন।
/এসএইচ
Leave a reply