মাথায় চুল নেই তা আগে জানাননি বর। পরচুলা পরে গিয়েছেন বিয়ের আসরে। তবে শেষ রক্ষা হয়নি। ঘটনা ফাঁস হতেই কনে পক্ষের বেধড়ক মারধরের শিকার হয়েছেন এক যুবক। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। খবর আনন্দবাজারের।
ভিডিওতে দেখা যায়, বিয়ে শুরুর আগে বরের টাক আবিষ্কার করে ফেলেছিলেন কনের পরিবারের সদস্যেরা। তার পরেই শুরু হয় মারধর। বিয়েবাড়িতেই বরকে চড়-থাপ্পড় মারা হয়। টেনে খুলে দেওয়া হয় তাঁর পাগড়ি। পরচুলা নিয়েও টানাটানি করা হয়।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
ভিডিওতে আরও দেখা গিয়েছে, বরের সাজে বসে থাকা এক যুবককে চড়-থাপ্পড় মারছেন কয়েকজন। সঙ্গে চলছে অকথ্য ভাষায় গালিগালাজ। যুবক ভীতসন্ত্রস্ত হয়ে বসে আছেন। মাঝে মাঝে হাত জোড় করে কনের আত্মীয়দের কাছে কিছু অনুরোধ করছেন। কিন্তু কেউ তার কথা শুনছেন না। যুবককে দুই হাতে পরচুলা চেপে ধরে রাখতেও দেখা গিয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এটিএম/
Leave a reply