রাবির সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করার অভিযোগে আটক বহিরাগত

|

রাজশাহী ব্যুরো:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করার অপরাধে আরিফ মাহমুদ নামে এক বহিরাগতকে আটক করা হয়েছে। আটককৃত আরিফ নওগাঁ জেলার মান্দা থানার বাসিন্দা। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বলে জানা গেছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মাঠ থেকে তাকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শেখ রাসেল মাঠের পুকুর পাড়ে এক নারী সহপাঠীর সাথে বসেছিলেন আরিফ। এ সময় সহকারী প্রক্টর সরওয়ার হোসেন তাদের দেখতে পেয়ে পরিচয় জিজ্ঞেস করেন। সরওয়ার হোসেনের দাবি, অশালীন অবস্থায় বসে থাকতে দেখা গেছে তাদের। এ সময় কথা কাটাকাটির এক পার্যায়ে সহকারী প্রক্টরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন আরিফ। এরপরই তাকে আটক করে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে একটি মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক৷

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply