কক্সবাজারে যুবককে গলা কেটে হত্যা, সহকর্মী আটক

|

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় মো. এরশাদুল্লাহ (৩২) নামে এক যুবককে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। নিহত এরশাদুল্লাহ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা। তিনি একটি বেসরকারি ঔষুধ কোম্পানির চকরিয়া উপজেলার বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি নিহত এরশাদুল্লাহরই সহকর্মী ছিলেন।

শনিবার (১৫ জুলাই) রাত ১১টায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ থেকে এরশাদুল্লাহকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

এ নিয়ে চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল জব্বার জানান, শনিবার রাতে ব্যবসায়িক কাজে মো. এরশাদুল্লাহ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করছিলেন। এক পর্যায়ে ৩-৪ জন অজ্ঞাত লোক তাকে জোরপূর্বক ধরে নিয়ে হাসপাতালের নির্জন মাঠের দিকে যায়। পরে তাকে গলায় উপর্যুপরি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এরশাদুল্লাহকে আহত অবস্থায় উদ্ধার করে। এসময় তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

এ ঘটনায় জড়িত সন্দেহে একই কোম্পানিতে কর্মরত আশেক বিল্লাহ নামে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাকিদের আটকের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানায় পুলিশ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply