হাসপাতালে আছে পর্যাপ্ত স্যালাইন, তবুও কেন কিনতে হচ্ছে বাইরে থেকে?

|

হাসপাতালে আছে পর্যাপ্ত স্যালাইন। তারপরও রোগীদের তা কিনতে হচ্ছে কেন? মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে যমুনা নিউজের ক্যামেরায় ধরা পড়েছে এমন চিত্র। এর সাথে জড়িত হাসপাতালের আয়া ও ওয়ার্ডের দ্বায়িত্বে থাকা ব্যক্তিরা। যদিও অভিযোগ অস্বীকার করেন তারা। রোগীদের অভিযোগ, ১টির বেশি স্যালাইন পাননা তারা, বাইরে থেকে যেটা কিনে আনেন, সেটা স্টিকার তোলা সরকারি স্যালাইন।

১০০ উপর ডেঙ্গুরোগীর চিকিৎসা চলছে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। একজন রোগীর দৈনিক কমপক্ষে ২টি করে স্যালাইন লাগছে। ক্ষেত্রবিশেষে চারটিও লাগে।

জানতে চাইলে এক রোগী জানান, ভর্তির পর শনিবার (১৫ জুলাই) রাতে ১টি স্যালাইনই পেয়েছেন তিনি। বাকিগুলো কিনেছেন হাসপাতালেরই এক আয়ার কাছ থেকে।

যদিও ওয়র্ডেই আছে পর্যাপ্ত স্যালাইন। সংকট নেই এবং আরও রোগী এলেও সংকট হবে না বলছেন ওয়র্ডে দ্বায়িত্বরতরা।

কিছুক্ষণ পরপর মাইকিংয়ের পরও কৃত্রিম সংকটের দোহাই তুলে ওয়র্ডের ভেতরই চলছে গোপন এ ব্যবসা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply