অধ্যাপক তাহের হত্যা: ফাঁসি স্থগিত চেয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীরের রিট খারিজ

|

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো: জাহাঙ্গীর আলমের প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি নাকচ করার পর ফাঁসি কার্যকর স্থগিত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৭ জুলাই) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মোঃ আলী রেজার হাইকোর্ট বেঞ্চ রিট খারিজের এই আদেশ দেন।

২০০৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানহোল থেকে অধ্যাপক তাহেরের মরদেহ উদ্ধার করা হয়। সে হত্যা মামলায় ২০০৮ সালে রাজশাহীর দ্রুত বিচার আদালত ৪ জনকে মৃত্যুদণ্ড এবং ২ জনকে খালাস দেন। পরবর্তীকালে হাইকোর্ট দুই আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে অন্য দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকা দুই আসামি হলেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও নিহত ড. তাহেরের বাসার কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলম।

গত ৫ এপ্রিল প্রধান বিচারপতি আপিল বিভাগ হাইকোর্টের দেয়া আগের রায়ই বহাল রাখেন। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রিভিউ করলে তাও খারিজ করে দেন দেশের সর্বোচ্চ আদালত। পরবর্তীতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামির প্রাণভিক্ষার আবেদনও নাকচ করে দেন রাষ্ট্রপতি।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply